সানায়ের সুর কানে এলেই ফিরে যাই ক’যুগ আগের সকাল পৌনে আটটার হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের আঁকে বাঁকে।সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে তিনস্টেশন মাঝে পড়ে়, রামরাজা তলা, দাশনগর, টিকিয়াপারা,হাওড়া। সময়টা ১৯৭৯, ৮০ হবে।আধজাগা স্টেশন চত্ত্বর পায়ে় পায়ে় বোঝা ডাই করে রাখা, দূরপাল্লার ট্রেন...